স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে জয়ের খুব কাছাকাছি ছিল বাংলাদেশ। কিন্তু শ্বাসরুদ্ধকর সেই লড়াইয়ে শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে যায় তারা। সেই হারের বদলাই যেন আজ টাইগার যুবারা নিয়েছে রাফি উজ্জামানের স্পিন ঘূর্ণিতে। তিনি একাই ধসিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে। তাতে ৪ উইকেটের জয় নিয়ে সিরিজে ২-২ সমতা আনল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সকালে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন যুবা টাইগার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। শুরুতেই আঘাত হানেন রিজান হোসাইন। তার পেস তোপে উড়ে যান প্রোটিয়া যুবাদের তিন টপ অর্ডার। ৮ ওভারের মধ্যে ৩০ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা।
তবে সেখানে হাল ধরেন হুয়ান-দ্রে প্রিটোরিয়াস। সঙ্গ দিচ্ছিলেন রিচার্ড সেলেস্টোয়ান। দুজনে মিলে ৪০ রানে জুটি গড়ে সেট হয়েছিলেন। ইনিংসটা লম্বা করার সুযোগ ছিল তাদের। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়ান যুবা টাইগারদের বাঁহাতি স্পিনার রাফি। অষ্টাদশ ওভারের শেষ বলে উইকেট নেন প্রিটোরিয়াসের। ৫০ বলে ৫ চারে তিনি ফিরেন ৪৩ রান করে। তারপর একে একে সেলেস্টোন (১৮), লায়াম এল্ডার (১৫), উয়েনা মাফাকা (১) ও ত্রিস্টান লাসের (০) উইকেট শিকার করেন। তাতে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
১৮ রান খরচায় ১ মেডেনসহ ৫ উইকেট নেন রাফি, রিজান হোসেন ২৪ রানে তিনটি ও ওয়াসি সিদ্দিকি ২ উইকেট শিকার করেন। ১২৯ রানে জবাবে ব্যাট করতে নেমে হোচট খেয়েছিল বাংলাদেশও। ২৯ ওভারে জয়ের বন্দরে পৌঁছালেও হারাতে হয়েছে ৬ উইকেট। আদিল বিন সিদ্দিক, আশরাফুজ্জামান ও মাহফুজুর রহমান রাব্বি ২৫ রান করেন। আদিল আউট হয়ে গেলেও বাকি দুজনে ম্যাচ জিতেই মাঠ ছাড়েন। দক্ষিণ আফ্রিকার হয়ে লায়াম এলডার সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন। ম্যাচসেরার পুরস্কারটা উঠছে রাফির হাতেই।
কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৩,/বিকাল ৪:৪৮