আন্তর্জাতিক ডেস্ক : বড় সিদ্ধান্তের দিকে এগোচ্ছে ভারত। দেশটি এবার বন্ধ করে দিতে পারে বিদেশে চাল রপ্তানি। ব্লুমবার্গের বরাতে আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে আরও বলা হয়, কেন্দ্রীয় সরকার চাইছে বাসমতী নয় এমন চাল যাতে বিদেশে রপ্তানি আপাতত বন্ধ করে দেওয়া যায়। কিন্তু কেন এই সিদ্ধান্ত? ঘনিষ্ট সূত্রের মতে, সামনেই লোকসভা নির্বাচন। তার আগে চালের দাম বেড়ে গেলে চাপে পড়বে দল। সে কারণে একেবারে সতর্ক হয়ে পা ফেলতে চাইছে সরকার।
চাল রপ্তানি করতে গিয়ে যদি দেশের চালের ঘাটতি দেখা যায় তবে স্বাভাবিতকভাবেই দাম বেড়ে যেতে পারে। এতে সমস্যায় পড়বে সাধারণ মানুষ। সে কারণেই এবার নতুন সিদ্ধান্ত নিতে চাইছে কেন্দ্রীয় সরকার।
যদিও সূত্রের দাবি, এবার উত্তর ভারতের বিভিন্ন অংশে ভারি বৃষ্টি হয়েছে। এর জেরে চাল উৎপাদনে ক্ষতির মুখে পড়তে পারে দেশ। এরপর যদি চাল রপ্তানি করা হয় তখন সমস্যা আরও বাড়বে। সে কারণে চালের বাজারের বাড়তি দাম রুখতে নতুন উদ্যোগ কেন্দ্রীয় সরকারের।
ইকোনমিক টাইমস জানিয়েছে, ২০২২ সালে ভারত প্রায় ৫৬ মিলিয়ন টন চাল বিদেশে রপ্তানি করেছিল। সব মিলিয়ে বিশ্বের ৪০ শতাংশ চাল ভারত রপ্তানি করে।
রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিভি কৃষ্ণা রাও বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ভারত বিশ্বের অন্য়তম সস্তায় চাল সরবরাহকারী দেশ। তবে বর্তমানে নতুন সহায়ক মূল্য়ের জেরে চালের দাম বেড়েছে। সে কারণে অন্য সরবরাহকারীরাও চালের দাম বাড়াতে শুরু করেছে।
বিশ্বের প্রায় তিন বিলিয়ন মানুষ চালের উপর নির্ভরশীল। আর এশিয়াতেই প্রায় ৯০ শতাংশ চাল উৎপাদিত হয়। এদিকে গত বছর ভারত ভাঙা চাল রপ্তানির ক্ষেত্রে লাগাম টেনেছিল। কার্যত নিষিদ্ধ করে দিয়েছিল এ ধরনের চাল রপ্তানি। সাদা ও ব্রাউন চাল জাহাজে করে পাঠানোর ক্ষেত্রে ২০ শতাংশ কর আরোপ করাও শুরু করেছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছিল ভারত।
কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২৩,/রাত ১০:৩৬