আন্তর্জাতিক ডেস্ক : সোশ্যালে আবারও ভাইরাল হতে শুরু করেছে ছবিটি। এতে দেখা যাচ্ছে, এক বৃদ্ধকে হাতে টানা রিকশায় নিয়ে শহর ঘোরাচ্ছেন এক তরুণী। দাবি করা হচ্ছে, ২০১৮ সালের আইএএস পরীক্ষায় প্রথম হয়েছেন সেই তরুণী। আর বৃদ্ধটি তার বাবা। পরীক্ষায় প্রথম হওয়ার আনন্দেই বাবাকে নিয়ে শহর প্রদক্ষিণে বের হন তরুণী।
তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ফ্যাক্ট চেক টিম অনুসন্ধান করে দেখেছে, ছবিটি একটি ফটোশুটের এবং এর সঙ্গে বাবা-মেয়ের সম্পর্কের কোনও বিষয় নেই। ফলে সোশ্যালে যে দাবি উঠছে তা ভুয়া।
ইন্ডিয়া টুডের ফ্যাক্ট চেক টিম জানায়, ছবিটি রিভার্স সার্চ করে মূল সূত্র খুঁজে বের করা হয়। তাতে দেখা যায়, ২০১৮ সালের ২৫ এপ্রিল মিষ্টি অ্যান্ড মিট নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবিটি প্রথম পোস্ট করা হয়েছিল।
সে সময় ছবিটির ক্যাপশনে লেখা হয়, ‘ছোটবেলায় উত্তর কিংবা মধ্য কলকাতায় গেলে হাতে টানা রিকশা দেখতে পেতাম। রিকশাওয়ালাদের দেখলেই মনটা খারাপ হয়ে যেত। কী পরিশ্রমটাই উনারা করেন। কলকাতায় গিয়ে ভাবলাম নিজে একবার রিকশা টেনে দেখি। রিকশাওয়ালা কাকাকে বললাম পেছনে বসতে। শোভাবাজারের রাস্তায় ছবিটি তোলা হয়েছিল।’
ইনস্টাগ্রামে যে প্রোফাইল থেকে ছবিটি পোস্ট করা হয় সেটি শ্রমণা পোদ্দার নামের এক বাঙালি তরুণীর। পেশায় ডিজিটাল আর্টিস্ট এই তরুণী এখন মুম্বাইয়ের বাসিন্দা। তার ইনস্টাগ্রাম প্রোফাইলটিও ভেরিফাইড।
জানা গেছে, ২০১৮ সালে যখন ছবিটি ভাইরাল হয়েছিল তখন ইন্ডিয়া টুডের পক্ষ থেকে যোগাযোগ করা হয় শ্রমণার সঙ্গে। তিনি জানান, সোশ্যালে ছবির সঙ্গে যে গল্প জুড়ে দেওয়া হয়েছে সেটি পুরোপুরি ভুয়া।
কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২৩,/রাত ১০:২৪