মিজানুর রহমান মিন্টুজয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার কড়ই কাদিপুর এলাকায় আব্দুল আলী নামে একজনকে হত্যার দায়ে দুই সহোদরসহ ছয়জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। হত্যাকান্ডের ১৪ বছর পর বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দীন এই রায় দেন। সরকার আইনজীবী এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি) এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার কড়ই কাদিরপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আমিনুর ইসলাম (৫১), ইদা মন্ডলের ছেলে আব্দুল কুদ্দুস (৫৯) ও আব্দুল হান্নান (৫৬), মানিক মিয়ার ছেলে আনোয়ার (৪৯), আফির উদ্দীন ওরফে আফিল উদ্দিনের ছেলে দুদু (৪৯) এবং আয়েজ উদ্দীনের ছেলে ঘুটু আলম (৪৪)। মামলা সূত্রে জানা গেছে ২০০৯ সালের ৭ মার্চ সদর উপজেলার বম্বু ইউনিয়নের রশিদার বম্বু ইউনিয়নের হিচমী ফকিরপাড়া গ্রামের আব্দুল আলী (৬২) রাতের খাবার খেয়ে পার্শ্ববর্তী কড়ই কাদিরপুর গ্রামের আব্দুল মান্নান মৌলভীর পুকুর পাহারা দিতে যান। পরদিন সকালে পুকুর পাড়ের পাশের ধানক্ষেতের ভেতরে হাত ও পা বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোসলেমা বেগম বাদী হয়ে ২০০৯ সালের ৮ মার্চ জয়পুরহাট সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ফারুক খলিল তদন্ত শেষে ২০০৯ সালের সালের ২২ জুলাই আদালতে ছয়জনের নামে অভিযোগপত্র দেন। এরপর দীর্ঘ শুনানিতে নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণা করেন বিচারক।
কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৩,/রাত ৮:৩৮