বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরের দিকে বান্দরবান পার্বত্য জেলা সদরে হিলভিউ কনভেনশন সেন্টারে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর এমন মন্তব্য করেন। স্থানীয় মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে নিজ হাতে ভালো মানের খাবার পরিবেশন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংএমপি। এসময় মন্ত্রী তাদের খোঁজ খবর নেন এবং কুশল বিনিময় করেন। বান্দরবানে ঈদুল আযহা উপলক্ষে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের সম্মানে ঈদ জামাত ব্যাবস্থাপনা কমিটি, বান্দরবান পার্বত্য জেলার ব্যবস্থাপনায় এ ধরনের প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।
এসময় অন্যান্যের মাঝে বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি, পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম, জেলা প্রশাসক সার্বিক মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি,বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, বান্দরবান সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ্উদ্দীন চৌধুরী,বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মিরা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নার্গিস সুলতানা, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী।
কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৩,/রাত ৮:০৮