স্পোর্টস ডেসক : এই বয়সে ফুটবলকে উপভোগ করতেই যুক্তরাষ্ট্রের ক্লাবে যোগ দিয়েছেন মেসি। এই কথা আর্জেন্টিনার অধিনায়ক নিজেই জানিয়েছেন। তবে ফুটবলকে উপভোগের পাশাপাশি তার নতুন দল ইন্টার মিয়ামিকেও লিগ টেবিলের তলানি থেকে ওঠাতে হবে। এমএলএসের মোট ক্লাব সংখ্যা ২৯। তবে দুই ভাগে ভাগ হয়ে খেলে থাকে দলগুলো। ইস্টার্ন কনফারেন্স লিগে টেবিলের একেবারে তলানিতে (১৫তম স্থানে) রয়েছে ইন্টার মিয়ামি। মেসির প্রথম কাজ হবে দলকে তলানি থেকে উপরে ওঠানো।
এদিকে লিগের পাশাপাশি মেসি ভিন্ন টুর্নামেন্টও খেলবেন মিয়ামির হয়ে। যুক্তরাষ্ট্রের লিগ কাপের সঙ্গে ইউএস ওপেন কাপও খেলবে মেসির নতুন দল। ইউএস ওপেন কাপ হচ্ছে উত্তর আমেরিকান মহাদেশীয় টুর্নামেন্ট। যা অনেকটা ইংল্যান্ডের এফএ কাপের মতো। এই টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের সকল ডিভিশনের ক্লাবগুলো লড়াই করে। আর এই টুর্নামেন্ট যে দল জিতবে তারা কনকাকাফ চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করবে। এরই মধ্যে ইউএস ওপেন কাপের সেমিতে পা রেখেছে ইন্টার মিয়ামি। আগামী ২৩ আগস্ট তারা মুখোমুখি হবে সিনসিনাটির।
কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৩,/বিকাল ৫:০০