ডেস্ক নিউজ : মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীতে বিশেষ বর্ধিত সভা করে ঢাকা জেলা আওয়ামী লীগ। পূর্ণাঙ্গ কমিটি গঠনের একমাসের মাথায় এসভায় উপস্থিত ছিলেন সর্বস্তরের নেতাকর্মী ও দলের নীতি নির্ধারকরা। বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরাশক্তিরা বিএনপি-জামায়াতের সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে।ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কামরুল ইসলাম। বিএনপি আন্দোলন করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। দেশি-বিদেশি চক্রান্তের বিরুদ্ধে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য।
কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৩,/বিকাল ৪:০৪