স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের পর আরেক স্পিনার তাইজুল ইসলামও উইকেটের দেখা পেলেন। অধিনায়ক হাসমতউল্লাহ শহিদিকে সরাসরি বোল্ড করে ফেরালেন তিনি। ২১.৪ ওভারে দলীয় ৫৩ রানে ৬ উইকেট হারাল আফগানিস্তান। অন্যদের ব্যর্থতার মাঝে হাসমতউল্লাহ কিছুটা ব্যতিক্রম ছিলেন। শেষ পর্যন্ত ৫৪ বলে ২২ রান করে লড়াই থামল তার।
সাকিবের আঘাত, ৩২ রানে ৫ উইকেট নেই আফগানদের শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের পর এবার সাকিব আল হাসান আঘাত হানলেন। ফলে ১৫.৫ ওভারে দলীয় ৩২ রানে পঞ্চম উইকেট হারাল আফগানিস্তান।
সাকিব এলবিডব্লিউ করে ফেরালেন নাজিবউল্লাহ জাদরানকে। ২২ বলে ১০ রান করেছেন এই বাঁহাতি।
শরিফুলের তিন শিকারে কোণঠাসা আফগানিস্তান
একের পর এক উইকেট তুলে নিচ্ছেন শরিফুল ইসলাম। সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তান তাতে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার বেলা ২টায় শুরু ম্যাচে দলীয় ১৬ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা আফগানরা। এই চার উইকেটের তিনটিই নিয়েছেন শরিফুল।
নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই দলকে সাফল্য এনে দেন শরিফুল। ইব্রাহিম জাদরানকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করলেন। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই ফের উইকেট পাওয়ার উল্লাসে মাতলেন এই পেসার। চার বল পরই তুলে নিলেন রহমত শাহকে। তাকেও উইকেটে পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন সিরিজে প্রথমবারের মতো খেলতে নামা তরুণ। তাতে আফগানিস্তান ২.৫ ওভারে দলীয় ৩ রানে হারায় ২ উইকেট।
এরপর আঘাত হানেন তাসকিন। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে এই পেসার তুলে নেন রহমানউল্লাহ গুরবাজের উইকেট। আগের দুই ব্যাটারের মতো গুরবাজও উইকেটের পেছনে ক্যাচ দেন। নবম ওভারে শরিফুল তৃতীয়বারের মতো উইকেট পাওয়ার আনন্দে মাতেন। অভিজ্ঞ মোহাম্মদ নবিকে এলবিডব্লিউ করে ফেরান। ৮.২ ওভারে ১৬ রানে চতুর্থ উইকেট হারায় আফগানিস্তান। প্রথম পাওয়ার প্লের ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ২১ রান তুলেছে আগেই সিরিজ নিশ্চিত করা আফগানিস্তান।
কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৩,/বিকাল ৪:০০