স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ওয়ানডে শেষ। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন তখন চলছে। স্টেডিয়ামের গ্যালারিতে থাকা প্রায় ১০ হাজার বাংলাদেশ সমর্থক গোমড়া মুখে গ্যালারি ছাড়ছেন। অথচ পূর্ণ উল্লাসে তখনও চিৎকার করে যাচ্ছিলেন একশোর মতো আফগান সমর্থক। শুধু সমর্থক বললে ভুল বলা হয়, এক দল ছাত্রী। তারা সবাই এসেছেন চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন-এ বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রি নিতে।
এই উল্লাস মনে গাঁথে আফগান দলের। প্রেজেন্টেশন শেষ করে পুরো মাঠ হেঁটে তারা ড্রেসিংরুমের অপর প্রান্তের গ্যালারিতে মেয়েদের সঙ্গে ছবি তোলেন, ভালোবাসার জবাব দেন। কাল সংবাদ সম্মেলনে দলটির বোলিং কোচ হামিদ হাসান আরও একবার ধন্যবাদ জানালেন নিজ দেশের জাতীয় পোশাকে আসা এই মেয়েদের। হামিদ জানান বাংলাদেশে এসে স্বদেশি এমন সমর্থন পাবেন আশা করেননি।
ঢাকায় হওয়া একমাত্র টেস্টে গ্যালারিতে তাদের কেউই ছিল না। কিন্তু চট্টগ্রামে একেবারে ভিন্ন চিত্র, ‘যেভাবে ওরা মাঠে এসে আমাদের সমর্থন জানিয়ে গেছে আমরা সত্যিই অবাক এবং বিস্মিত। ওদের দেখে মনে হয়েছে এখানে পড়াশোনা করতে এসেছে সবাই। মেয়েদের জন্য সত্যিই ভালো লাগছে যে ওদের ভালো কিছু মুহূর্ত দিতে পেরেছি। এই মেয়েদের ধন্যবাদ জানাই এভাবে আমাদের সমর্থন করায়। বিদেশে গিয়েও যখন দেশের সমর্থন পাবেন সেটা সত্যিই ভালো লাগার।’
কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৩,/রাত ৮:১৬