স্পোর্টস ডেস্ক : সাকিব ফিরিয়েছেন রহমানউল্লাহ গুরবাজকে। বাংলাদেশি অলরাউন্ডারের অফ স্টাম্প লাইনে পিচ করা বলটি হুট করেই ভেতরে ঢুকে যায়। চেষ্টা করলেও গুরবাজ তা ব্যাটে লাগাতে পারেননি। আম্পায়ার সরাসরি আউট দেন। ১৪৫ রান করে আউট হন আফগান ওপেনার। ১৪৫ রান করতে ১২৫ বলে ১৩টি চার ও ৮টি ছয় হাঁকিয়েছেন গুরবাজ। ওয়ানডে ক্রিকেটে এটা তার সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ১২৭ রান করেছিলেন তিনি।
সাকিবের পর উইকেট পেয়েছেন এবাদত হোসেনও। এ পেসার ফিরিয়েছেন রহমত শাহকে। ৫ বলে ২ রান করে বিদায় নেন রহমত। গুরবাজকে আউট করার আগে ভীষণ চাপে পড়েছিল বাংলাদেশ। রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান টাইগার বোলারদের পাত্তাই দিচ্ছিলেন না। শুরু থেকেই গুরবাজ ছিলেন আক্রমণাত্মক ঢংয়ে। যদিও জাদরান খেলছিলেন কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে।
আক্রমণাত্মক মেজাজে গুরবাজ তুলে নেন সেঞ্চুরিও। ৪৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করার পর গুরবাজ সেঞ্চুরি করেন ১০০ বলে। ওয়ানডে ক্রিকেটে এটি গুরবাজের চতুর্থ সেঞ্চুরি। এর আগে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও বাংলাদেশের বিপক্ষে একটি করে সেঞ্চুরি করেছিলেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২৬৩ রান নিয়ে ব্যাট করছে আফগানিস্তান। ৮৩ রান নিয়ে ইব্রাহিম জাদরান ও এক রান নিয়ে ব্যাট করছেন হাশমতউল্লাহ শহীদি।
কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৫০