আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : অর্থঋণ মামলায় মোঃ আহাদুল ইসলামকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ । বৃহস্পতিবার গ্রেফতারকৃতকে ঢাকা অর্থঋণ আদালত-২ এর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে ।মামলা সূত্রে জানা যায়, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড আশুলিয়া শাখার ২ লক্ষ ৫৭ হাজার ৭শত ৫৭ টাকা ৩০ পয়সার দাবিতে মামলাটি করা হয়।
এ মামলায় আসামিরা হলেন, ১. মোঃ আহাদুল ইসলাম, পিতা- মৃত লাল মিয়া ২. হামিদা বেগম,স্বামী – মোঃ আহাদুল ৩. মোঃ জয়নাল আবেদিন, পিতাঃ আঃ সামাদ গায়েন, সর্ব সাং – তাজপুর, জিরাব, আশুলিয়া, ঢাকা ৪. মোঃ জসিম উদ্দিন, পিতা- মোঃ নোয়াব আলী, সাং- সুরাবাড়ি, কাশিমপুর, গাজীপুর। ঢাকা অর্থঋণ আদালত মামলা নং- ১১৩৩/২১। অর্থঋণ মামলায় ১ নং আসামি মোঃ আহাদুল ইসলামকে বুধবার রাতে আশুলিয়ার তাজপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের উপ- পরিদর্শক (এসআই) মোঃ শাহীন আহম্মেদ নয়ন বলেন, অর্থঋণ আদালতের একটি মামলায় আহাদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিলো একারণেই তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৩,/দুপুর ১:১৮