স্পোর্টস ডেস্ক : সংবাদ সম্মেলনটি ছিল আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের। সেখানে এই সিরিজের বাকি সময়ের জন্য অধিনায়ক হয়ে এসেছেন লিটন দাস।
কিন্তু ১৩ মিনিটের সংবাদ সম্মেলনের শুরু থেকেই ছিল তামিম ইকবালের অবসর বিষয়। ম্যাচ সংক্রান্ত প্রশ্ন থাকলেও তাতে যুক্ত হয়ে যাচ্ছিলেন তামিম। ব্যাপারটি এত ঘনঘন হচ্ছিল যে চারবার অনরোধ করেও তামিমের বিষয় থামাতে পারছিলেন না। এক সময় বিরক্ত হয়ে ওঠেন লিটন।
বিরক্তি প্রকাশ করে নিজে থেকেই বললেন ম্যাচ নিয়ে প্রশ্ন করতে। তাতে সিরিজে নজর থাকবে সবার। যেটা হয়ে গেছে তা আপাতত বাইরেই রাখতে চাইছেন লিটন।
তামিমকে দলের পক্ষ থেকে বিদায় দেয়া হবে কিনা এমন প্রশ্নে বিরক্তি নিয়েই অধিনায়ক বলেন, ‘ভাই প্রেস কনফারেন্সটা কি আগামীকালকের কোনো কিছু নিয়ে হচ্ছে। যদি না হয় তাহলে লিটন দাস এখানে না থাকাই ভাল। বোর্ড প্রেসিডেন্টকে আবার ডাক দেন বা কোচকে ডাক দেন তখন এই প্রশ্ন কইরেন। আমি আগামীকালের ম্যাচ নিয়ে কথা বলতে আসছি।’
এর আগে তামিমকে মিস করার ব্যাপারটিকেও স্বাভাবিক বলেছেন লিটন। ব্যাপারটা দলও নাকি সেভাবে দেখছে, ‘দেখেন বড় ভাইকে মিস করার ব্যাপারটা আসলে এমন ঘটনা একটা দলে হবেই। আমি যখন অবসর নিব আমার পরে নতুন কেউ আসবে। তো এটা হতেই থাকবে। এটা নিয়ে পড়ে থাকার কিছু নেই। উনি থাকলে ভালো হতো নাও হতে পারত। কিন্তু এখন যেহেতু উনি নেই এই ব্যাপারটি নিয়ে কথা না বলাই ভাল। বড় ভাই কিন্তু বলে গেছেন টিম ফার্স্ট। এখণ আমরা একটু সিরিজে নজর দেই। যেটা চলে গেছে তা নিয়ে কথা বলে এখণ লাভ নেই। আমরা এমনিতেই এক ম্যাচ পিছিয়ে আছি।’
তবে তামিম না থাকলেও তামিমের কাছ থেকে নেতৃত্বের গুণ গুলো নিতে চান লিটন, ‘এখানে সব ক্রিকেটাররা ভাল টিম মেট। একসঙ্গে খেলছি। ভাইয়ের কাছ থেকে নেয়া বা না নেয়ার কিছু নেই। উনি যেভাবে দলকে সামলে রাখতেন, ক্রিকেটারদের সামলে রাখতেন সেটা আমি ধরে রাখার চেষ্টা করবো। আমি টিম বন্ডিংটা চাই যেন টিকে থাকে।’
কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৩,/দুপুর ১:৩০