স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে খেললেও গত দুই বছর সতীর্থ হিসবে পিএসজিতে ছিলেন মেসি এবং রামোস। সম্প্রতি মেসি পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর রামোসও এগোচ্ছেন সেই ক্লাবের দিকেই। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, এমএলএসের ক্লাবটির সঙ্গে ইতোমধ্যে আলোচনা অনেকদূর এগিয়ে নিয়েছেন স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক।
কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৩৮