স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রস্তুতিটা বাংলাদেশের শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়াকে মোকাবেলা করে। খসড়া সূচিতে তাদেরকেই রেখেছিল আইসিসি। তবে চূড়ান্ত সূচিতে বদলে গেছে প্রতিপক্ষ। বর্তমান ইংল্যান্ডের বিপক্ষে গা গরমের ম্যাচ খেলবে টাইগাররা।
১০ দলের আইসিসি ওয়ানডে বিশ্বকাপে প্রতিটি দল খেলবে অন্তত ৯টি করে ম্যাচ। তার আগে প্রত্যেকের আছে দুটি করে ওয়ার্ম-আপ ম্যাচ। বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ ২৯ সেপ্টেম্বর। সেই ম্যাচে টাইগারদের বিরুদ্ধে লড়বে বাছাইপর্ব পেরিয়ে আসা দল। প্রতিপক্ষ হিসেবে দেখা যেতে পারে শ্রীলঙ্কাকে। কোয়ালিফায়ারে খেলা সম্পন্ন হলে নিশ্চিত হওয়া যাবে এই প্রতিপক্ষ কে হবে।
আইসিসির খসড়া সূচিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রাখা হয়েছিল অস্ট্রেলিয়াকে। তবে চূড়ান্ত সূচিতে তা পরিবর্তন হয়ে গেছে। এখন বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। টাইগাররা বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশদের মুখোমুখি ২ অক্টোবর। এই ম্যাচটিও হবে গোয়াহাটিতে।
একনজরে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি
তারিখ | ভেন্যু | ম্যাচ |
২৯ সেপ্টেম্বর | হায়দরাবাদ | নিউজিল্যান্ড বনাম পাকিস্তান |
২৯ সেপ্টেম্বর | তিরুবনন্তপুর্নমে | দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান |
২৯ সেপ্টেম্বর | গোয়াহাটি | বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ২ |
৩০ সেপ্টেম্বর | গোয়াহাটি | ভারত বনাম ইংল্যান্ড |
৩০ সেপ্টেম্বর | তিরুবনন্তপুর্নমে | অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান |
২ অক্টোবর | গোয়াহাটি | বাংলাদেশ বনাম ইংল্যান্ড |
২ অক্টোবর | তিরুবনন্তপুর্নমে | দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড |
৩ অক্টোবর | হায়দরাবাদ | অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার |
৩ অক্টোবর | গোয়াহাটি | আফগানিস্তান বনাম কোয়ালিফায়ার |
৩ অক্টোবর | তিরুবনন্তপুর্নমে | ভারত বনাম কোয়ালিফায়ার |
বিশ্বকাপ অভিযানে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে ৭ অক্টোবর, যে ম্যাচের ভেন্যু ধর্মশালা।
কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৩,/বিকাল ৪:০০