স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটির ঘরে প্রথমবার উঠেছে ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট। চ্যাম্পিয়নস লিগ টুর্নামেন্টও ১১ বছর পর পেয়েছে নতুন শিরোপাজয়ী দল। ইস্তানবুলে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। সদ্য শেষ হওয়া মৌসুমে আগে গোল পাওয়া ৭৫% দলই ম্যাচ জিতেছে। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ার ঘটনা আরও বেশি।
উয়েফার কৌশল ও পরিসংখ্যানগত উন্নয়ন বিভাগ পুরো মৌসুম পর্যালোচনার পর এ তথ্য দিয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত প্রত্যেক ম্যাচেই প্রযুক্তিগত পর্যবেক্ষক ও পারফরম্যান্স বিশ্লেষক রেখেছিল। নিয়োগ দিয়েছিল ২৬ জনকে। এ নিয়ে টানা ২৪ মৌসুম প্রতিবেদন প্রকাশ করল উয়েফা।
উয়েফা জানিয়েছে, গ্রুপ পর্বের প্রত্যেক ম্যাচে একাধিক পর্যবেক্ষক ছিলেন। নকআউট পর্ব থেকে ছিলেন একজন করে। তারা ৩২ ক্লাবের কৌশলগত পদ্ধতিগুলো মূল্যায়ন করে প্রতিবেদন তৈরি করেছেন। প্রতিবেদনে দেখা গেছে, গত মৌসুমে ১২৫ ম্যাচের মধ্যে ১১৭টিতেই অন্তত একটি গোল হয়েছে; যা শতাংশের হিসাবে ৯৩.৬০ ভাগ। এর মধ্যে ৮৮ ম্যাচে বা ৭৫.২১ শতাংশ ক্ষেত্রে আগে গোল করা দল জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছেড়েছে। ড্র করেছে বা হার এড়িয়েছে ৯০ শতাংশ দল।
পর্যবেক্ষক দলের সদস্য প্যাকি বোনার মনে করেন, গত মৌসুমে প্রথম গোল দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হিসেবে কাজ করেছে, ‘এটা (ম্যাচের প্রথম গোল) একটা দলকে আত্মবিশ্বাসী করে তুলেছে। খেলোয়াড়রা চাপমুক্ত ও নির্ভার থেকে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পেরেছেন।’গত মৌসুমে গ্রুপ পর্বে ৩০৪টি গোল হয়েছে, ম্যাচ প্রতি ৩.১৭টি।
কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৩,/দুপুর ২:৩১