ডেস্ক নিউজ : প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। গতকাল শনিবার সকাল থেকেই মাথায় বৃষ্টির ফোঁটা নিয়ে কাজে ফিরতে নামেন তাঁরা। তবে ফেরার চাপ ছিল কম। তাই যাত্রা ছিল স্বস্তির।
আজিমপুর এলাকার দোকানি আমান উল্লাহ গতকাল বরিশাল যাচ্ছিলেন বাসে করে। দুপুরে গুলিস্তানে কথা হলে তিনি বলেন, ‘যতক্ষণে লঞ্চ ছাড়বে আল্লাহ দিলে ততক্ষণে বরিশাল চলে যাব। ঈদে দোকান খোলা ছিল, এখন বাড়ি যাচ্ছি।’ফিরতি পথে অনেক জায়গায় অতিরিক্ত ভাড়াও আদায় করার অভিযোগ আছে। লক্ষ্মীপুর থেকে ঢাকায় এসেছেন মোহাম্মদ শিশির। তিনি বলেন, ঈদ ছাড়া লক্ষ্মীপুরের বাসভাড়া ৪৫০ টাকা। অথচ ৬০০ টাকা দিয়ে আসতে হলো।
এদিকে ট্রেনে ঢাকায় যাত্রী এসেছে কম, ছেড়েছে বেশি। সকালের দিকে ঢাকা ফেরার কিছুটা চাপ থাকলেও দুপুরের পর থেকে ঢাকা ছেড়ে যাওয়া ট্রেনে যাত্রীর চাপ বেশি ছিল। গতকাল বেশির ভাগ ট্রেনই কমলাপুর স্টেশনে সময়মতো এসে পৌঁছে। ট্রেন ছেড়ে যেতেও তেমন দেরি হয়নি। তবে আজ থেকে ঢাকামুখী যাত্রীর চাপ বাড়বে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। সরেজমিনে কমলাপুরে রেলস্টেশনে গিয়ে দেখা যায়, লাইন ধরে প্ল্যাটফরমে ঢুকছে যাত্রীরা।
কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, সব ট্রেন সময়মতো আছে। তেমন কোনো সমস্যা হচ্ছে না। ঢাকা ছেড়ে যাওয়া ট্রেনেও যাত্রীসংখ্যা ভালো আছে।
বঙ্গবন্ধু সেতুতে ছয় দিনে টোল ১৮ কোটি :
ঈদুল আজহাকে কেন্দ্র করে গত শুক্রবার থেকে বুধবার পর্যন্ত ছয় দিনে বঙ্গবন্ধু সেতুতে দুই লাখ ২৪ হাজার ৭৬০টি যান পারাপার হয়েছে। এতে সেতুর পূর্ব ও পশ্চিমে মোট টোল আদায় হয়েছে ১৭ কোটি ৭১ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা। এর মধ্যে গত মঙ্গলবার সেতুতে টোল আদায় ও যান পারাপারে রেকর্ড সৃষ্টি হয়েছে। এক দিনে সেতুতে শুধু মোটরসাইকেল পারাপার হয়েছে ১৪ হাজার ১২৩টি। এ ছাড়া ঈদুল ফিতর থেকে ঈদুল আজহায় প্রায় দ্বিগুণসংখ্যক যানবাহন বঙ্গবন্ধু সেতু পাড়ি দিয়েছে।
সেতুর পূর্ব টোল প্লাজা অতিক্রম করে উত্তরাঞ্চলের দিকে গেছে এক লাখ ৩৪ হাজার ১১০টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৯ কোটি ৭২ লাখ ১৯ হাজার ৯০০ টাকা। অন্যদিকে সেতুর পশ্চিম টোল প্লাজা অতিক্রম করে ঢাকার দিকে গেছে ৯০ হাজার ৬৫০টি যান। এতে টোল আদায় হয়েছে সাত কোটি ৯৯ লাখ ২৬ হাজার ৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল কালের কণ্ঠকে বলেন, ঈদের কয়েক দিনই পরিবহনের চাপ ছিল। এতে টোল আদায়ে ও যান পারাপারে রেকর্ড সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবে প্রতিদিন ১৮ থেকে ২০ হাজার যানবাহন সেতু দিয়ে পারাপার হয়। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে পরিবহনের সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ।
কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৩,/সকাল ১০:৪৩