স্পোর্টস ডেস্ক : ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সমন্বয়ে গঠিত ওয়েস্ট ইন্ডিজ দল বিভিন্ন সময় তারকা সব খেলোয়াড় উপহার দিয়েছে বিশ্বক্রিকেটকে। এখনও সেই ধারাবাহিকতা অব্যহত আছে ভালোভাবেই। তবে রাসেল-নারিনদের অগ্রাধিকার তালিকায় যে জাতীয় দলের আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। এছাড়া বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের কারণে এক ঝাঁক তারকা ক্রিকেটার থাকলেও তাদের গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে পাচ্ছে না উইন্ডিজ দল। তাই বেহাল দশা দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ক্ষুদ্রতম ফরম্যাটের দুইবারের চ্যাম্পিয়ন দল বাদ পড়েছে বাছাইপর্ব থেকে। কোচ পাল্টে এবং এক ঝাঁক পরিবর্তন এনে ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়েও একই পরিস্থিতি তাদের সামনে। ক্যারবীয়ানদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখন কোনোরকমে সুঁতোয় ঝুলে আছে। অবিশ্বাস্য কিছু না হলে ওয়েস্ট ইন্ডিজের এবার বিশ্বকাপ খেলা হচ্ছে না।
এবারের বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিয়েছে মোট ১০ দল। এই দশ দলের মধ্য থেকে বিশ্ব আসরে অংশ নেবে দুই দল। সুপার সিক্স পর্যন্ত লড়াইয়ে সবচেয়ে এগিয়ে শ্রীলঙ্কা এবং স্বাগতিক জিম্বাবুয়ে। অসম্ভব কিছু না হলে এই দুই দলই খেলবে ভারতে অনুষ্ঠিত বিশ্ব আসরে।
শুক্রবার (৩০ জুন) পর্যন্ত সুপার সিক্সের পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে জিম্বাবুয়ে। টুর্নামেন্টে পাঁচ ম্যাচের সবগুলোতেই জিতে সুপার সিক্সে তাদের পয়েন্ট ৬। চার পয়েন্ট নিয়ে সুপার সিক্সের টেবিলে দুইয়ে আছে শ্রীলঙ্কা। সমান দুই পয়েন্ট নিয়ে টেবিলের তিন এবং চারে যথাক্রমে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস। কোনো পয়েন্ট ছাড়াই সুপার সিক্সে আসা ওয়েস্ট ইন্ডিজের অবস্থান পাঁচে। ওমান একেবারে তলানিতে।
বিশ্বকাপ বাছাইয়ে এখন আর তিন ম্যাচ বাকি ওয়েস্ট ইন্ডিজের। তিন ম্যাচের তিনটিতে জিতলে তাদের পয়েন্ট হবে ছয়, যেখানে দুই ম্যাচ হাতে রেখে ইতোমধ্যে জিম্বাবুয়ের পয়েন্ট ৬। তিন ম্যাচ বাকি থাকা শ্রীলঙ্কার পয়েন্টও ইতোমধ্যেই ৪। যদি এই দুই দল নিজেদের শেষ কয়েকটি ম্যাচে বাজে পারফর্ম করে তবুও সুযোগ বেশি থাকবে নেদারল্যান্ডস এবং স্কটল্যান্ডের, ওয়েস্ট ইন্ডিজের নয়। এক কথায় বলা যায়, বিশ্বকাপে জায়গা পাওয়ার কোনো সুযোগই নেই উইন্ডিজের।
খোলা চোখে অসম্ভব মনে হলেও কাগজে-কলমে এখনও সুযোগ আছে উইন্ডিজের। তবে সেটা সম্ভব করতে হলে পাহাড় ডিঙানোর পাশাপাশি ভাগ্যও সহায় থাকতে হবে ক্যারবীয়দের। তিন ম্যাচের তিনটিতে জিততে তো হবেই, এরপর তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। বিশেষ করে শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ের ওপর ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য নির্ভর করছে অনেকটাই। যদি এই দুই দল ৮ পয়েন্ট পেয়ে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলে তবে আর কিছুই করার নেই ওয়েস্ট ইন্ডিজের।
সুপার সিক্সে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সুযোগ আছে ওয়েস্ট ইন্ডিজের। লঙ্কানদের সে ম্যাচে হারানোর পাশাপাশি বাকি দুই ম্যাচেও জিততে হবে উইন্ডিজকে। এছাড়া নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ের বিপক্ষেও শ্রীলঙ্কার হার প্রার্থনা করতে হবে ক্যারিবীয়দের। যদি সুপার সিক্সের তিন ম্যাচেই হারে শ্রীলঙ্কা, তবে বিশ্বকাপে জায়গা পেয়ে যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ। সেক্ষেত্রে নেদারল্যান্ডস এবং স্কটল্যান্ডের সঙ্গে রান রেটের হিসেবেও এগিয়ে থাকতে হবে শাই হোপের দলকে।
জিম্বাবুয়ের ক্ষেত্রে যদি হিসাব করা হয়, তবে জিম্বাবুয়ের বাকি দুই ম্যাচ হারতে হবে এবং ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ জিততে হবে। সেক্ষেত্রে যদি রান রেটে এগিয়ে থাকে উইন্ডিজ, তবে বিশ্বকাপে যাবে তারা।
কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:৪০