স্পোর্টস ডেস্ক : জনপ্রিয় পাকিস্তানি গান ‘পসুরি নু’ কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানির অভিনীত সিনেমা ‘সত্যপ্রেম কী কথায়’ ব্যবহার করা হয়েছে। সোমবার মুক্তি পেয়েছে গানটি। যা শুনে নাক সিটকেছেন অনেকেই। এই তালিকা থেকে বাদ যাননি পাকিস্তানের সাবেক বোলার শোয়েব আখতারও। এটা কেমন পাসুরি রে ভাই বলে মন্তব্য করেছেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গানটির নতুন সংস্করণ নিয়ে অনেকেই মন্তব্য করেছেন। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারও গানটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তার টুইটার পোস্ট ভাইরাল হয়েছে। তিনি লিখেছেন, ‘অ্যায় কি পসুরি পায়ি অ্যায়।’ যার অর্থ দাঁড়ায়- ‘এটা কেমন পাসুরি রে ভাই!’
কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/দুপুর ৫:৪৪