স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার স্টিভ স্মিথের আরও একটি সেঞ্চুরি। টেস্টের অভিজাত ফরম্যাটে ৩২তম সেঞ্চুরি হাঁকালেন তিনি। সবমিলে আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরি হলো ৪৪টি। ওয়ানডে ক্রিকেটে তিনি ১২টি সেঞ্চুরি করেছেন।
ইংল্যান্ডের লর্ডসে চলমান অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে স্মিথের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪১৬ রান করে অস্ট্রেলিয়া। দলের হয়ে ১৫টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ১১০ রান করেন সাবেক অধিনায়ক স্মিথ।
জবাবে ব্যাটিংয়ে নেমে বৃহস্পতিবার ৪ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। শুক্রবার তৃতীয় দিনের খেলা চলছে। এরিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ২৯৭ রান। ৯৮ ও ৫০ রান করে ফিরেছেন বেন ডাকেট ও হ্যারি ব্রুক ।
কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/দুপুর ৫:৩৪