স্পোর্টস ডেস্ক : েশনিবার (১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও কুয়েত। যেখানে ১৪ বছর পরে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপের সেমির মঞ্চে বাংলাদেশে। আর এক হাত দূরে স্বপ্নের ফাইনাল। আনন্দকে ছুটি দিয়ে রিকভারি সেশনে ব্যস্ত সময় কেটেছে ফুটবলারদের। জিম ও সুইমিংয়ে নিজেদের ঘাটতির জায়গাগুলো পূরণ করার চেষ্টা ছিল রহমত-তপুদের।
প্রতিপক্ষ কুয়েত ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৪৯ ধাপ এগিয়ে আছে তারা। প্রতিপক্ষের শক্তিমত্তা জানা আছে বাংলার ফুটবল যোদ্ধাদের। তাইতো সেমিফাইনালে গোল হজম না করে দলগত চেষ্টায় কুয়েতের বিপক্ষে লড়াইয়ের মন্ত্র খুঁজছে রহমত-তপুরা। বাংলাদেশের ডিফেন্ডার তপু বর্মণ বলেন, ‘আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নিয়েছি। কুয়েতের বিপেক্ষের ম্যাচটি বাংলাদেশ এবং দেশের ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আমাদের লক্ষ্য থাকবে ভালো কিছু করার।’মালদ্বীপ-ভুটান দুই ম্যাচের জয়ে আত্মবিশ্বাস বেড়েছে পাহাড়সমান। ফলে কুয়েতের বিপক্ষে আশা দেখছে টিম ম্যানেজমেন্ট। প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে সেটির দিকেই দেয়া হচ্ছে বেশি মনোযোগ।
কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/দুপুর ১২:১৮