জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রেখে পাহাড়ের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। তারাই ধারাবাহিকতায় পবিত্র ঈদ- উল আযহা উপলক্ষে মাটিরাঙ্গা জোনের উদ্যােগে গুইমারা রিজিয়ন কমান্ডারের পক্ষথেকে দু:স্থ ও অসহায় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।বুধবার (২৮জুন ২০২৩ইং)সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এর উদ্যােগে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ মাঠে মাটিরাঙ্গা জোনের আওতায় অসহায় দু:স্থ শতাধিক মানুষের মাঝে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে গুইমারা রিজিয়ন কমান্ডারের পক্ষথেকে ঈদ উপহার তুলে দেন মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল মো:কামরুল হাসান পিএসসি।
এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো:মুরাদ হোসাইন পিএসসি, মাটিরাঙ্গা জোনের মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো. হারুনুর রশীদসহ পদস্থ সামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।মাটিরাঙ্গা জোনের আওতায় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে গরুর মাংস, পোলাও চাল, সিদ্ধ চাল, ভোজ্য তেল, আটা, ডাল, চিনি ও লবন বিতরণ করা হয়।বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক কর্মকান্ড দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। মানবিক সহায়তা পেয়ে শারিরীক প্রতিবন্ধী মো. ফিরোজ মিয়া বলেন, সেনাবাহিনী আছে বলেই বিভিন্ন উৎসবে আমাদের খবর নেয়। অপর প্রতিবন্ধী মো. রফিকুল ইসলাম ঈদকে সামনে রেখে সেনাবাহিনীর মানবিক সহায়তায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।
প্রধান অতিথি,র বক্তব্যে মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল হাসান পিএসসি বলেন,পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে , সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই সেনাবাহিনীর এ প্রচেষ্ঠা। ভবিষ্যতেও সেনাবাহিনীর সবধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো বিশেষ গোষ্ঠি বা মহলের প্ররোচনায় শান্তি ব্যহত করা যাবে না বলে জানান তিনি।