ডেস্ক নিউজ : রোববার (২৫ জুন) সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ ঘোষণা দেন তিনি। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী সংসদে বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। আমরাও যে পারি তা এখন বিশ্ববাসী জানে।
আমরা যে উন্নয়নশীল বাংলাদেশ করলাম, এটাকে সামনে এগিয়ে নেবে কে? একজন মানুষ দেখাতে পারবেন, যিনি নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করবে? এমন কোনো নেতৃত্ব যদি আপনারা পান; তাহলে আমার কোনো আপত্তি নেই। তবে দেশকে পুরোপুরি উন্নয়নশীল করতে আমাদেরকেই দরকার।
এ সময় রাজনীতি ও অর্থনীতির ক্ষণিকের দুঃসময় এবং আঁধার অচিরেই কেটে যাবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের প্রচেষ্টায় বাংলাদেশের অর্থনীতি বিশ্বে এখনও ৩৫তম অবস্থানে। অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করার চেষ্টা করে যাচ্ছে সরকার।
কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৩,/রাত ৯:০৫