স্পোর্টস ডেস্ক : নেপাল, নেদারল্যান্ডসকে হারানোটা প্রত্যাশিতই ছিল জিম্বাবুয়ের। কিন্তু উইন্ডিজ! গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। তবে ওয়ানডে ক্রিকেটের সাবেক পরাক্রমশালী দলকেও হারিয়ে দিয়েছে তারা। সিকান্দার রাজার অলরাউন্ড নৈপূণ্যে ক্যারিবীয়দের ২৩৩ রানে আটকে দিয়ে ৩৫ রানে ম্যাচ জিতে নিয়েছে তারা। বিশ্বকাপ কোয়ালিফাইঙে টানা তৃতীয় জয় এটা তদের।
সুপার সিক্সে গ্রুপ সঙ্গী নেদারল্যান্ডস ও উইন্ডিজের বিপক্ষে পাওয়া পয়েন্ট অনেক এগিয়ে রাখবে জিম্বাবুয়েকে।
ওয়ানডতে ৫৯ ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে এটি ১১তম জয় জিম্বাবুয়ের।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ৪৯.৫ ওভারে ২৬৮ (সিকান্দার ৬৮, বার্ল ৫০, আরভিন ৪৭, কেমো পল ৩/৬১)।
উইন্ডিজ ৪৪.৪ ওভারে ২৩৩ (মায়ার্স ৫৬, চেজ ৪৪, পুরান ৩৪, হোপ ৩০, চাতারা ৩/৫২, নগারাভা ২/২৫, মুজারাবানি ২/৩৩, সিকান্দার ২/৩৬)।
ফল: জিম্বাবুয়ে ৩৫ রানে জয়ী। ম্যাচসেরা: সিকান্দার রাজা।
কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৩,/রাত ৯:৪০