খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জসীম উদ্দিন জয়নাল,বিশেষ প্রতিনিধি
Update Time :
শুক্রবার, ২৩ জুন, ২০২৩
১৭৩
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জল ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।
শুত্রুবার (২৩জুন ২০২৩ইং)খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে থেকে বর্ণিল আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণবিত্রুম ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী,ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী দিবসটি উপলক্ষে দলীয় নেতাকর্মীরা খাগড়াছড়ি টাউনহলের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
১৯৪৯ সালের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। দলটি পরবর্তীতে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়।এসময় সাবেক খাগড়াছড়ি সাংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যতিন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক এড.আশুতোষ চাকমা, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক নিলোৎপল খীসা,জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোকনেশ্বর ত্রিপুরা,জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কেএম ইসমাইল হোসেন, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বজিত রায়, সহ জেলা আওয়ামী লীগ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।