স্পোর্টস ডেস্ক : নিজের যাত্রা নিশ্চিত হওয়ার পর দীর্ঘদিনের বার্সা সতীর্থ সের্হিও বুসকেটসকেও ইন্টার মিয়ামিতে নিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। গত কয়েকদিন ধরে চলা এই গুঞ্জন এবার সত্যি হওয়ার পথে। স্প্যানিশ পত্রিকা ‘মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে বুসকেটসের আনুষ্ঠানিক চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র।
কিছুদিন আগেই পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মেসি। যদিও সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে মেসির নাম জড়িয়ে অনেক গুঞ্জন ছড়িয়েছিল। এরপর ২০২২-২৩ মৌসুমের শেষে বুসকেটতস বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন। এই আল হিলাল ক্লাব কিন্তু বুসকেটসকেও বিশাল অংকের প্রস্তাব দিয়েছিল। তবে মুন্দো দেপোর্তিভোর মতে, সব প্রস্তাব পর্যালোচনা করেই বুসকেটস যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
গণমাধ্যমটি আরও জানিয়েছেন, বার্সার হয়ে ৭০০–এর বেশি ম্যাচ খেলা বুসকেটসের এজেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে দফায় দফায় আলোচনা করছেন ইন্টার মায়ামির কয়েকজন কর্মকর্তা। আলোচনা অনেকটাই এগিয়ে গেছে। চুক্তিপত্রের খসড়াও নাকি তৈরি হয়ে গেছে। দুই মৌসুমের জন্য এই চুক্তি হওয়ার কথা।
উল্লেখ্য, ২০০৮ থেকে ২০২৩ মৌসুম পর্যন্ত বার্সার মাঝমাঠ দাপিয়ে বেড়িয়েছেন বুসকেটস। শোনা যাচ্ছে, আবারও মেসির সঙ্গী হতেই নাকি তিনি আল হিলালের প্রস্তাব ফিরিয়ে মিয়ামিতে যাচ্ছেন।
কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৩,/বিকাল ৫:০৮