স্পোর্টস ডেস্ক : ধরুন আপনার একটি খাবারের দোকান আছে। একজন মানুষ কিছু একটা অর্ডার করল। আপনি অর্ডার নিলেন এবং পরে কর্মচারী দিয়ে তা পাঠিয়েও দিলেন। অর্ডার নেওয়া এবং তা পাঠানো আপনার জন্য নতুন কিছু নয়। তবে যদি এমন হয় আপনার পাঠানো খাবারটি যাচ্ছে লিওনেল মেসির বাড়িতে! তবে আপনি জানেন না। জানলেন পরে। এমন হলে কেমন লাগবে আপনার!
বাস্তবিকই এমনি ঘটনা ঘটেছে। মেসি এখন আছেন রোজারিওতে। ২০২২-২৩ মৌসুমে ক্লাবের খেলা শেষে আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এখন নিজ শহরে ছুটি কাটাচ্ছেন তিনি। বাড়ি থেকে চুরেরিয়া নামের খাবারের দোকানে অর্ডার দিতে ফোন করেছিলেন মেসি।
সেখানকার ম্যানেজার সোফিয়া বলেন, ‘আমরা সাধারণত ফোন ও হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়ে থাকি। সেদিন ফোন বাজছিল তবে ধরতে পারিনি। ফোন ধরতে না পারলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে থাকি। সেদিনও তাই করেছি। তিন ডজন চুরোস অর্ডার করেন (এক ধরনের মিষ্টি জাতীয় খাবার)।’
প্রশ্ন জাগতে পারে না চিনে থাকলে কীভাবে বুঝল মেসি অর্ডার করেছে। খাবার পৌঁছে দিতে গিয়েছিলেন হুয়ান পাবলো। সেদিন খাবার পৌঁছে দিয়ে ৪৫ মিনিটে ফিরেছিলেন পাবলো। তারপর সে সোফিয়াকে জানায়, ‘চুরোস নেন আন্তনেলা রোকুজ্জো (মেসির স্ত্রী)।
মাতেও (মেসির ছেলে) চুরোস দেখে তাকে জড়িয়ে ধরে। আর লিও তাকে ধন্যবাদ জানান। তবে লিও তার সামনে আসেননি। আওয়াজ দেন ভেতর থেকে।’পাবলো মেসির সঙ্গে ছবি তুলতে পারেননি। তবে তার এই স্মৃতি সারা জীবন মনে থাকবে বলে জানান। আর সোফিয়া খুশি যে, মেসি ও তার পরিবার তাদের দোকান থেকে চুরোস অর্ডার করেন।
কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৩,/দুপুর ১২:২৮