স্পোর্টস ডেস্ক : ব্রাজিল সাত গোলের লজ্জায় প্রতিপক্ষকে ডুবিয়েছে ফুটবলেরই একটি সংস্করণ ফুটসালে। কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে বুধবার (২১ জুন) ব্রাজিল ৭-১ গোলে হারিয়েছে উরুগুয়েকে। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সেলেসাওরা।
উরুগুয়ের বিপক্ষে এই সাত গোল করেছেন চার ব্রাজিলিয়ান মিলে। রুমুলো, লুকাস সিলভা ও আন্দ্রে দুটি করে গোল করেন। বাকি গোলটি ইগরের করা। সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল।
কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:৩৮