জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর খাগড়াছড়ি জেলা প্রশাসন এর ত্রাণ তহবিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার খাদ্যসামগ্রী মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২জুন ২০২৩ইং)সকালের দিকে মাটিরাঙ্গাতে উপজেলা প্রশাসনের উদ্যােগে উপজেলা পরিষদের সেমিনার রুমে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর খাগড়াছড়ি জেলা প্রশাসন এর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন এতিমখানায় পবিত্র ঈদুল আজহার ঈদ উপহার সামগ্রী তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতেমা চৌধুরী ও মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:ইশতিয়াক আহমেদ। ঈদ উপহারের মধ্যে রয়েছে সেমাই ৫প্যাকেট, চিনি ৩কেজি ,দুধ ১কেজি , কিছমিছ ২৫০গ্রাম,পোলাওর চাউল ৫কেজি,সয়াবিন তেল ২লিটার,, পেঁয়াজ ২কেজি ,ডাল ২কেজি, মসলা ১কেজি।
এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মো:রুহুল আমিনমাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর মোহাম্মদ আলী,সাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো:জসীম উদ্দিন জয়নাল সহ বিভিন্ন এতিমখানার প্রধানরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৩,/দুপুর ২:৩৩