স্পোর্টস ডেস্ক : বর্ণবাদের বিরুদ্ধে প্রচারণা চালাতে ইউরোপের মাটিতে দুই আফ্রিকান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গেছে ব্রাজিল ফুটবল দল। প্রথম ম্যাচে গিনিকে ৪-১ গোলে হারানোর পর এবার সেনেগালের মুখোমুখি হচ্ছে সেলেসাওরা।
আজ রাত ১টায় পর্তুগালের রাজধানী লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে পশ্চিম আফ্রিকার দলটির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটি বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে না। এমনকি সরাসরি সম্প্রচার করবে না দক্ষিণ এশিয়ার কোনো টিভি চ্যানেলও। তবে দক্ষিণ আমেরিকার একটি প্ল্যাটফর্মে দেখা যাবে ম্যাচটি।
ব্রাজিল-সেনেগাল ম্যাচ উপভোগ করতে হলে গুগল প্লে স্টোরে ‘ফ্যানাটিজ’ (Fanatiz) নামের অ্যাপ আছে। যা ইনস্টল করে খেলা দেখা যাবে। অন্যদিকে ফোটমোব (Fotmob)-সহ আরও কয়েকটি ওয়েবসাইটে লাইভ স্কোর দেখা যাবে।
কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/রাত ৯:১৫