স্পোর্টস ডেস্ক : আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের শুরু হতে চার মাসের কম সময় বাকি থাকলেও, এখনও চূড়ান্ত সূচি প্রকাশ করেনি বিসিসিআই। তবে এরই মধ্যে খসড়া সূচি ফাঁস হয়েছে। যেখানে ভারত-পাকিস্তানের মহারণ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এ ছাড়াও পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই ও কলকাতায়।
তবে আহমেদাবাদের পাশাপাশি আরও দুটি ভেন্যুতে খেলতে আপত্তি জানিয়েছে পিসিবি। ক্রিকেট পাকিস্তান ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ২০ অক্টোবর বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সূচি রয়েছে পাকিস্তানের। কিন্তু কামিন্সদের বিপক্ষে বেঙ্গালুরুতে না খেলে চেন্নাইতে খেলতে চায় পাকিস্তান। ২৩ অক্টোবর চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলা রয়েছে পাকিস্তানের। চেন্নাইয়ের পরিবর্তে বেঙ্গালুরুতে আফগানদের মুখোমুখি হতে চায় পাকিস্তান।
কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:০৫