আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান জানিয়েছেন, দেশটিতে অন্তত ৩৭টি বিমান হামলা চালিয়েছে রাশিয়া। তিনি জানান, শত্রুবাহিনী প্রধানত বাখমুতকে লক্ষ্য করে এখনো হামলা চালিয়ে যাচ্ছে।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার পালটা হামলা চলছে। বিমান হামলায় বিধ্বস্ত স্টেপভ ও আলদিকাসহ বিভিন্ন শহরে ঘুরে দাঁড়িয়েছে ইউক্রেন বাহিনী। ইউক্রেনের মারিঙ্কা, নভোমিখালিভকা ও ভোদাইনসহ বিভিন্ন শহরে রুশ হামলা প্রতিহত করা হয়েছে। ঝাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চলের বেশ কয়েকটি জেলায় রুশ বাহিনী প্রতিরক্ষামূলক অবস্থানে আছে। যুদ্ধে এগিয়ে আছে ইউক্রেনের সেনারা।
কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৪৬