জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে মো. ইউনুছ মিয়া সভাপতি ও মোহাম্মদ ইলিয়াছ সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৫জুন) সন্ধ্যায় কাউন্সিলরদের ভোট গ্রহণ শেষে সভাপতি ও সাধারন সম্পাদক পদে বিজয়ীদের নাম ঘোষনা করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা ।
এর আগে দুপুরের দিকে বড়নাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সম্মেলনের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক মো. জয়নাল আবেদীন খোন্দকার। সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা।
বড়নাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় এবং বড়নাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আবুল বশর এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক মো. তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান আমান।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আলী আকবর, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. ফজলুল হক সরকার, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পেয়ার আহম্মেদ মজুমদার, তবলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল কাদের, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুইয়া, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আব্দুল গনি, গোমতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মনির হোসেন, গোমতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন, বেলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ছাড়াও ইউনিয়ন আওয়ামী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বড়নাল ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি-ইউনুছ, সম্পাদক- ইলিয়াছ।
কিউএনবি/আয়শা/১৬ জুন ২০২৩,/দুপুর ২:১৯