স্পোর্টস ডেস্ক : ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন লিওনেল মেসি। এখনও চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন না হলেও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের নতুন ঠিকানা হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্তার মায়ামি।
মেজর লিগ সকারের এই দলটি কিন্তু একটা জায়গায় বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের চেয়ে পিছিয়ে। না, এটা কোনো রসিকতা নয়। স্বীকৃত ওয়েবসাইট ‘ফুটবল আলফাবেট’-এর ক্লাব র্যাঙ্কিংই এমনটা বলছে। মেসির নতুন ক্লাব মায়ামির অবস্থান যেখানে ১১৪২তম স্থানে, বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের অবস্থান সেখানে ৮১০তম।
১১২৮তম স্থানে থেকে মায়ামির চেয়ে ১৪ ধাপ এগিয়ে বাংলাদেশের আরেক ক্লাব আবাহনী লিমিটেড। ক’দিন আগে ফেডারেশন কাপ জেতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের অবস্থান ১৭৬৮। ফুটবল আলফাবেট এই র্যাঙ্কিং করে থাকে মূলত সমস্ত আন্তঃ মহাদেশিয় ক্লাব প্রতিযোগিতা ও জাতীয় ক্লাব প্রতিযোগিতার ভিত্তিতে। বর্তমানে এই র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে সদ্যই চ্যাম্পিয়নস লিগ জেতা ম্যানচেস্টার সিটি।
কিউএনবি/আয়শা/১৩ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৫০