খাগড়াছড়িতে গরীব, মেধাবী, অসহায়, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ ।
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
রবিবার, ১১ জুন, ২০২৩
১৪০
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে ২৫৩ জন মেধাবী গরীব, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এককালীন ৮ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা অনুদান বিতরণ করা হয়েছে।
রোববার (১১জুন ২০২৩ইং) দুপুরের দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ মিলনায়তনে খাগড়াছড়ি শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিছবাহুদ্দীন আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এ সময় চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. সরাফত হোসেন ও খাগড়াছড়ি সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি সরকারি কলেজের একাদশ, দ্বাদশ ও স্নাতক পর্যায়ের ২৫৩ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৩৫০০ টাকা করে মোট ৮ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা অনুদান বিতরণ করেছেন সমাজ সেবা অধিদপ্তর। প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ শেষে খাগড়াছড়ি সরকারি কলেজের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।