রোববার (১১জুন ২০২৩ইং) দুপুরের দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ মিলনায়তনে খাগড়াছড়ি শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিছবাহুদ্দীন আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এ সময় চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. সরাফত হোসেন ও খাগড়াছড়ি সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৩,/রাত ৮:১৪