ডেস্ক নিউজ : দেশজুড়ে লোডশেডিং শূন্যের কোঠায় বলে সমাজমাধ্যমে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল শনিবার (১০ জুন) রাত ১০টার দিকে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘দেশজুড়ে লোডশেডিং শূন্যের কোঠায়’।
শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে জয় আরও লেখেন, ‘গত ৮ জুন থেকে সারা দেশে ব্যাপকহারে কমেছে লোডশেডিং। আস্থা রাখুন জননেত্রী শেখ হাসিনার প্রতি। জনগণের সেবা করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য।’
কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৩,/সকাল ১১:০০