আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিপচরে চাঞ্চল্যকর সোহেল মল্লিক হত্যার মৃত্যুদন্ড প্রাপ্ত মূল দুই আসামি শাহীন হাওলাদার (৩৮) ও মো: মিজানুর রহমান ওরফে কুটুম (৪২) কে অবশেষে গ্রেফতার করেছে র্যাব-৮। দীর্ঘ ৯ বছর পরে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৩০ মিনিটের সময় তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো: মুহতাসিম রসুল বৃহস্পতিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্যটি জানান। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আরো জানা যায়, নিহত সোহেল মল্লিকের সাথে গ্রেফতারকৃত আসামি মো: মিজানুর রহমান ওরফে কুটুম এবং শাহীন হাওলাদার ব্যাবসা বানিজ্য নিয়ে দীর্ঘধীন যাবত কলহ বিবাদ ছিল।
এক পর্যায় তাদের মাঝে হ্মোপ বিরাজ করতে থাকে তারই জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো অস্এ দিয়ে বুকে ও পেটে আঘাত করে গত ৮ আগস্ট ২০১৩ ইং তারিখে রাত অনুমান ১০ ঘটিকার সময় তাদের নিজ বসত বাড়িতে সোহেল মল্লিককে হত্যা করে ঘরের ভিতরে খাটের নিচে লেপ বস্তা দিয়ে মোড়ানো অবস্তায় রেখে আত গোপনে চলে যায়। এরপর দীর্ঘ ৯ বছর তারা দুইজন নির্মান শ্রমিকের ছদ্ববেশে আতœগোপনে ছিল।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে র্যাব-৮ এর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেব পাড়া এলাকা থেকে আসামী শাহীন হাওলাদার ও মো: মিজানুর রহমান ওরফে কুটুমকে গ্রেফতার করে। শাহীন হাওলাদার ও মো: মিজানুর রহমান ওরফে কুটুম এর বাবার নাম মৃত আব্দুল গফুর হাওলাদার। তাদের বাড়ি মাদারীপুর জেলার শিপচর থানার জাদুয়ারচর এলাকায়।
কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৩,/সকাল ১১:৪৬