ডেস্ক নিউজ : মঙ্গলবার (০৬ জুন) নিজের অফিশিয়াল ফেসবুক একাউন্টে য়্যুভেন্তাস ছাড়ার বিষয়টি জানিয়েছেন ডি মারিয়া। সাদা-কালো জার্সিতে কোনো শিরোপা জিততে না পারলেও সতীর্থদের ভালোবাসাকে বড় প্রাপ্তি বলছেন আর্জেন্টাইন তারকা।
পোস্টে তিনি লিখেছেন, ‘কঠিন এবং জটিল পর্যায়ের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। শিরোপা না জেতাতে পারলেও মনের শান্তি নিয়ে যাচ্ছি কারণ ক্লাবকে শিরোপা জেতাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। না পাওয়ার তিক্ততা সঙ্গে নিয়ে যাচ্ছি। কিন্তু ড্রেসিং রুমে সতীর্থদের সঙ্গে আনন্দের সময় কাটানোটা অনেক বড় পাওয়া। সতীর্থদের ভালোবাসায় ক্লাবকে নিজের বাড়িই মনে করতাম। আর ভক্তদের নিত্যদিনের ভালোবাসার জন্য অনেক কৃতজ্ঞতা।’
গত মৌসুমের শেষে প্যারিস সেইন্ট জার্মেইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় অ্যাঞ্জেল ডি মারিয়ার। এরপর আর তার সঙ্গে নতুন করে কোনো চুক্তিতে যায়নি প্যারিসিয়ানরা। তাই ফ্রি ট্রান্সফারে য়্যুভেন্তাসে যোগ দিয়েছিলেন এ উইঙ্গার। কাতার বিশ্বকাপে দারুণ পারফর্ম করা স্ট্রাইকার চোট সমস্যার কারণে সিরি আ’র জায়ান্টদের হয়ে নিয়মিত মাঠে নামতে পারেনি।
কয়েকদিন আগেই গুঞ্জন উঠেছিল, ক্লাবকে বেতন বাড়াতে বলেছেন মারিয়া। তবে তারকা ফুটবলারের সেই প্রস্তাবে রাজি নয় য়্যুভেন্তাস। তাই শেষমেশ ক্লাব ছাড়লেন তিনি। ইনজুরিজর্জরিত মৌসুমে ক্লাবটির হয়ে ৩৯ ম্যাচে ৮ গোলের পাশাপাশি করেছেন ৭টি অ্যাসিস্ট।
লিওনেল মেসির মতোই তার এই সতীর্থের ভবিষ্যৎ নিয়েও চলছে নানা গুঞ্জন। সেখানেই যোগ হয়েছে তার পুরোনো ক্লাবে ফেরার সম্ভাবনার খবরও। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখা ডি মারিয়াকে দলে ভেড়াতে চায় ইউরোপে তার প্রথম ক্লাব বেনফিকা। কয়েকদিন আগে দলবদলের নির্ভরযোগ্য সংবাদদাতা ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকাকে দলে ভেড়াতে এখনও তার সঙ্গে আলোচনায় না বসলেও প্রিমেরা লিগার চ্যাম্পিয়ন দলটি গুরুত্বের সঙ্গে তার কথা ভাবছে।
আগামী সপ্তাহেই তারা ডি মারিয়াকে ফ্রি এজেন্ট হিসেবে বিনা মূল্যে সাবেক ক্লাবে ফেরার প্রস্তাব দেবে। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত পর্তুগালের এই ক্লাবটির হয়ে খেলেছেন ডি মারিয়া। ক্লাবটির হয়ে আর্জেন্টাইন তারকা একবার প্রিমেরা লিগা ও দুবার লিগ কাপ জিতেছেন। তবে ডি মারিয়াকে দলে ভেড়ানোর লড়াইয়ে বেনফিকাই একমাত্র দল নয়। গতবারের মতো এই গ্রীষ্মেও এই আর্জেন্টাইনের দিকে নজর রাখছে লা লিগার জায়ান্ট বার্সেলোনা। এ ছাড়াও সৌদি আরব থেকেও আছে লোভনীয় প্রস্তাব। তবে ফ্যাব্রিজিও রোমানোর দেয়া খবর অনুযায়ী ৩৫ বছর বয়সী ডি মারিয়া এত দ্রুত ইউরোপ ছাড়ার পক্ষপাতী নন। আরও কিছুদিন ইউরোপের শীর্ষসারির কোনো ক্লাবে খেলতে চান তিনি।
কিউএনবি/আয়শা/০৬ জুন ২০২৩,/রাত ১১:১৪