স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ আয়োজন নিয়ে জটিলতা শুধু বাড়ছেই। ভারত নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলেও পাকিস্তান চেষ্টা চালিয়েই যাচ্ছে। হাইব্রিড পদ্ধতির ধারণা দিলেও বিসিসিআইয়ের তাতে সায় নেই। বিসিবি ও ক্রিকেট শ্রীলঙ্কা আবহাওয়া নিয়ে আপত্তি তুলেছে। তবে এটাকে ‘খোঁড়া যুক্তি’ বলে মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
এশিয়া কাপ নিয়ে পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী, পাকিস্তানেই হবে সব ম্যাচ। শুধু ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে, যা হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।
মে মাসে ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছিল, গরম আবহাওয়ায় আমিরাতে খেলতে রাজি না বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এবারও এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা সেপ্টেম্বরে এবং সে সময় সেখানে থাকে প্রচণ্ড গরম। তবে আবহাওয়া নিয়ে অজুহাত দেওয়া মানতে পারছেন না আফ্রিদি।
স্থানীয় এক টিভি চ্যানেলকে পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘পেশাদার ক্রিকেটারদের আবহাওয়ার ওপর নির্ভর করে খেললে চলে না। শারজায় সকাল ১০টায় আমরা ম্যাচ খেলেছি। বাউন্ডারি লাইনের কাছাকাছি যাওয়ার সময় আমাদের খুব ক্লান্ত লেগেছিল। খুব গরম ছিল তখন। এমনটা হবেই। একই সঙ্গে তাতে আপনার ফিটনেস লেভেল কেমন তা বোঝা যাবে। আমিরাতে প্রচণ্ড গরম, এভাবে বলে তো অজুহাত দেওয়াই যায়।
কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৩,/রাত ৯:০০