স্পোর্টস ডেস্ক : আর একদিন পরই ইংল্যান্ডে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বর্তমান চক্রের ফাইনাল। ম্যাচ শুরুর আগে পেস আক্রমণের দিক দিয়ে ভারতের চেয়ে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন রবি শাস্ত্রী। ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে ভারতীয় দলের বাইরে আছেন জসপ্রিত বুমরাহ। তার অনুপস্থিতিতে ভারতীয় দলের প্রধান দুই পেসার হিসেবে খেলবেন মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজ।
কিন্তু এই দুজনের ওপর ভরসা রাখতে পারছেন না ভারতের সাবেক কোচ শাস্ত্রী। প্রায় ৯ মাস ধরে ভারতীয় দলের বাইরে আছেন বুমরাহ। গত এপ্রিল মাসে নিউজিল্যান্ডে তার পিঠের নীচের দিকে অস্ত্রোপচার করা হয়। এর ফলে বুমরাহর পিঠের ব্যথা কমে গেছে। কিন্তু কবে তিনি মাঠে ফিরবেন সেটা এখনও অনিশ্চিত। বুমরাহর অনুপস্থিতিতে ভারতের পেস আক্রমণ নিয়ে শাস্ত্রী বলেন, ‘যদি ভারতীয় দলে যশপ্রীত বুমরাহ থাকত, তাহলে আমি বলতাম যে দুই দলের পেস আক্রমণ সমান শক্তিশালী। কিন্তু অস্ট্রেলিয়া দলে প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক আছে।’এই নিয়ে পরপর দুইবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে ভারত।
কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৩,/রাত ৮:০০