ডেস্ক নিউজ : সোমবার (৫ জুন) সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দিতে না পারায় আরও ৯০ দিন সময় চান। পরে প্রস্তাবটি ভোটে দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। কণ্ঠভোটে প্রস্তাবটি অনুমোদন দেয় সংসদ। এর আগে গত বছরের ২৮ মার্চ গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২ সংসদে উত্থাপন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তখন বিলটি ৬০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন জমা দিতে সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:৫৮