স্পোর্টস ডেস্ক : দুদিন আগে মার্কা লিজেন্ড অ্যাওয়ার্ড নিতে গিয়ে সাংবাদিকদের জিগ্গাসায় রিয়াল ছাড়ার গুঞ্জনকে উড়িয়ে দিয়েছিলেন করিম বেনজেমা। বলেছিলেন, তিনি এখনো রিয়ালের খেলোয়াড়, শেষ ম্যাচের জন্য প্রস্তুতি নেবেন।
কিন্তু দুদিন পরই জানা গেলো রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্কের ইতি টানছেন ২০২২’র ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমা। ক্লাবের তরফ থেকে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘রিয়াল মাদ্রিদ এবং আমাদের অধিনায়ক করিম বেনজেমা এই ক্লাবের হয়ে তার অসাধারণ ও অবিস্মরণীয় ক্যারিয়ারের ইতি টানার জন্য রাজি হয়েছে।’
১৪ বছর আগে ফ্রান্সের অলিম্পিক লিওঁ থেকে মাদ্রিদে এসেছিলেন তিনি। জিতেছেন ২৫টি শিরোপা, এরমধ্যে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগা শিরোপা। মাদ্রিদ ছাড়ার পর সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল ইত্তিহাদে যোগ দিতে পারেন বেনজেমা। তার জন্য ২০ কোটি ইউরোর প্রস্তাব দিয়ে রেখেছে ক্লাবটি।
কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:০০