স্পোর্টস ডেস্ক :পিএসজির জার্সি গাড়ে শেষ ম্যাচটা সুখকর হলো না লিওনেল মেসির। ক্লেহমোন্টের কাছে ৩-২ গোলে হার দিয়ে মৌসুম শেষ করলো প্যারিস সেইন্ট জার্মেই।
শুরুতে আক্রমণাত্মক খেলে গোল দিয়ে এগিয়ে যায় পিএসজি। ১৬তম মিনিটে বিদায়ী ম্যাচে গোলের দেখা পান স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস।
বিরতির পর ৬৩তম মিনিটে এগিয়ে যায় ক্লেহমোন্ট। এলবাসান রাশানির চমৎকার ক্রসে দুই ডিফেন্ডারের মাঝ থেকে জাল খুঁজে নেন কেই।
পরে আর ম্যাচে ফেরা হয়নি ফরাসি জায়ন্টদের। এতে হার দিয়েই মৌসুম শেষ হলো ক্রিস্তোফা গালতিয়েরে শিষ্যদের।
কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৩,/দুপুর ২:১৭