আখাউড়ায় নয়াদিল গ্রামবাসীর পক্ষ থেকে আইনমন্ত্রী কে শুভেচ্ছা ও অভিনন্দন।
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।
Update Time :
শনিবার, ৩ জুন, ২০২৩
১৭৯
Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া নয়াদিল গ্রামবাসীর পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি আখাউড়ায় আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগের ওয়ার্ড কমিটির বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলে, নয়াদিল গ্রামবাসী ও এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মতিন ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা। মন্ত্রী মহোদয়ের আগমন উপলক্ষে, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিনের নেতৃত্বে নয়াদিল ও আশেপাশের বেশ কয়েকটি গ্রামের সর্বস্তরের লোকজন মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হয়ে স্থানীয় সংসদ সদস্য আইন মন্ত্রী কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
জানা গেছে, নয়াদিল সরকারি মহাজির কলোনী তে ১৯৬২ সাল থেকে প্রায় দুই শতাধিক পরিবার স্থায়ীভাবে বসবাস করে আসছিল, সম্প্রতি জনৈক ব্যক্তিমহল ঐ কলোনীটি কে আদালতের মাধ্যমে উচ্ছেদ করে নিজেদের করে নিতে চেয়েছিল, সেখানকার বাসিন্দারা বিষয়টি স্থানীয় চেয়ারম্যান এম এ মতিন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের মাধ্যমে মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করলে, মন্ত্রীমহোদয় বিষয়টি সমঝোতার মাধ্যমে নিষ্পন্ন করার ব্যবস্থা করেন।
এতে কলোনির বাসিন্দারা ও এলাকাবাসী মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, এলাকার সার্বিক উন্নয়ন ও এলাকাবাসীর প্রয়োজনে মাননীয় মন্ত্রী মহোদয় কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন এলাকাবাসী। অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, আমি আপনাদের সন্তান, সুখে দুখে সব সময় আপনাদের পাশে আছি এবং এলাকার জনগণ সুযোগ দিলে ভবিষ্যতেও আমি আপনাদের সেবা করতে চাই……………….(ভক্সপপ)।