শার্শা(যশোর)সংবাদদাতা : দৃশ্যমান কোন নাশকতার ঘটনা ছাড়াই যশোরের শার্শা থানা পুলিশ আবারো শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির কে প্রধান আসামী করে ২১ জন বিএনপি নেতা কর্মির নামে নাশকতার গায়েবী ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা দিয়েছে। অজ্ঞাত আসামী করেছে আরও ৪৫ জনকে। এর মধ্যে আটক রয়েছে ৩ জন। যার শার্শা থানা মামলা নং ৩১, তাং ২৯/০৫/২৩। জি আর নং ১৩৯/ ২৩।
আটক আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে। সূত্রে জানাগেছে, গত ৮ এপ্রিল শার্শা উপজেলার কামার বাড়ি মোড়ে আওয়ামী সন্ত্রাসীদের হাতে রক্তাক্ত জখমের পর উন্নত শিকিৎসা শেষে যশোরে থেকে দীর্ঘ ৫১ দিন পর গত পরশু ২৯ মে সোমবার বিকালে বাড়িতে ফিরে আসেন শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির। এ দিন এ দিন হাসান জহিরের বাড়িতে আসার খবর পেয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ প্রকাশ্যে দিনের বেলা হাসান জহিরকে নাভারন হাসপাতাল মোড় থেকে আটক করে নিয়ে যায়।
আটকের সময় আবুল হাসান জহির বুরুজবাগান গ্রামের বিএনপি নেতা মরহুম নবীছদ্দিন মোড়লেরর বাড়িতে যান এবং তার কবর জিয়ারতের জন্য কবরস্থানে যাওয়ার পথে নাভারন হাসপাতাল মোড় থেকে আটক হন। এ সময় তার সাথে থাকা শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বুরুজবাগান গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আলাল হোসেন(৪৫) ও যুবদল নেতা ঘিবা গ্রামের মৃত নূর ইসলাম এর ছেলে ওজিউর রহমান(৪০)কেও আটক করে নিয়ে যান পুলিশ। পুলিশ নাভারন হাসপাতাল মোড় থেকে বিএনপি নেতাদের ৫টি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায় বলে জানাগেছে।
নাশকতার নতুন মামলার অন্য আসামীরা হলেন, নাভারন বুরুজবাগান গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে সিরাজুল ইসলাম(৫১), মৃত মকছেদ আলীর ছেলে হামজের আলী (৫৮),মৃত আবুতি মোড়লের ছেলে জাহাঙ্গি হোনেন(৪০), মৃত জামির মোড়লের ছেলে লালন হোসেন(৩৯), মৃত আমিন মোড়লের ছেলে ইউছুপ আলী(৩৭), মৃত গোলাম হোসেনের ছেলে সফিকুল ইসলাম চুকুলি(৩৩), আমানত আলীর ছেলে হাফিজুল ইসলাম হাপি(৩৮) সর্ব সাং দক্ষিন বুরুজবাগান, বলিদাদাহ গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে ফজলুর রহমান(৫০) ও মোঃ শাহাজান(৬৪), বাকী বিল্লাহ(৩৫), শ্যমলাগাছি গ্রামের মৃত মোজাম্মেল সরদারের ছেলে জারদিস(৫৫), ঘিবা গ্রামে মৃত নূর ইসলাম এর ছেলে আব্দুস সালাম(৫০), চান্দুড়িয়ার ঘোপ গ্রামের মৃত নবীছদ্দিন বিশ্বাস ছেলে আব্দুল সালাম (৬০), নিজামপুর গ্রামের আব্দুর রউফ মন্টু(৫৫), দক্ষিন বুরুজ বাগান গ্রামের আব্দুর রইফ এর ছেলে মোকলেছুর রহমান(৪৩), রাজু আহম্মেদ (৩৫) , টেংরালী গ্রামের আব্দুল মতলেব আলীর ছেলে সাপলাউদ্দিন(৪২) ঘিবা গ্রামের মৃত শাহাজানের ছেলে মইনুল ইসলাম(৩২)।
শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির কে প্রধান আসামী করে ২১ জন বিএনপি নেতা কর্মির নামে নাশকতার মামলা দেয়ায় খুলনা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপি’র ভারপ্রাপ্ত সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত যশোর আদালতে আটক আসামীদের খোজ খবর নেন এবং তাদের জামিনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আইন জীবীদেও সাথে কথা বলেন। এ সময় আদালতে আরও উপস্থিত ছিলেন শার্শার সাবেক এমপি ও বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ¦ খায়রুজ্জামান মধু, এ্যাড মোস্তফা কামাল মিন্টসহ শার্শা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৩,/রাত ৯:০৪