স্পোর্টস ডেস্ক : ফেডারেশনের কাপের শিরোপার লড়াইয়ে মাঠে নেমেছে দুই চির প্রতিদ্বন্দ্বি ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। অনেক দিন পর কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি এই দুই দল।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলতে নেমেছে দুই দল। তাদের লড়াই দেখতে স্টেডিয়ামে লক্ষ্য করা গেছে দর্শকদের ভিড়। হবেই বা না কেন! এটা যে দীর্ঘ প্রতীক্ষার এক ফাইনাল।
সেমিফাইনালে শক্তিশালি বসুন্ধরা কিংসকে বিদায় করে ১৪ বছর পর এই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে মোহামেডান। সাদা-কালো জার্সি ধারীদের পুরোনো ঝলক দেখতে কুমিল্লা শহরে প্রত্যাবর্তনের দামামা বেজে উঠার অপেক্ষায়। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আবাহানী লিমিটেডও মুখিয়ে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে।