স্পোর্টস ডেস্ক : আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। বোলিংয়ে নেমে উড়ন্ত ফর্মে থাকা গিলকে শুরুতেই ফেরানোর সুযোগ পেয়েছিল চেন্নাই। তিন রানে থাকা ডানহাতি ব্যাটারের ক্যাচ ফেলে দিয়ে সে সুযোগ হারান দীপক চাহার। এরপর চেন্নাইয়ের বোলারদের ওপর চড়াও হতে শুরু করেন উদীয়মান তারকা। ২০ বলে ৩৯ রান করে শেষমেশ ফিরলেন তিনি।
রবীন্দ্র জাদেজার ফ্লাইটেদ বলে সামনে এগোতে গিয়ে স্ট্যাম্পিং হন গিল। দারুণ দক্ষতায় উইকেটের পেছনে কাজটা সারেন ধোনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গুজরাটের সংগ্রহ ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৭২ রান।
সোমবার (২৯ মে) আইপিএল ইতিহাসে প্রথমবার ফাইনাল গড়াচ্ছে রিজার্ভ ডে’তে। তবে এখনও পুরোপুরি বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছেনা। আজও হতে পারে বৃষ্টি।
গুজরাট টাইটান্স একাদশ:
ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, সাই সুধারসন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নুর আহমেদ, মোহাম্মদ শামি
চেন্নাই সুপার কিংস একাদশ:
রুতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, মঈন আলি, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক), দীপক চাহার, মাথিশা পাথিরানা, তুষার দেশপান্ডে, মহেশ থিকশানা
কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৩,/রাত ৯:২৮