ডেস্ক নিউজ : শুক্রবার (২৬ মে) বাংলাদেশ ও সৌদি আরবের হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে। এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ ও বেসরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৪৬৫ হজযাত্রী সৌদি পৌঁছেছেন।
পবিত্র হজের প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে ছেড়ে যায় গত ২০ মে দিবাগত রাতে। চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে হজ পালনের অনুমতি পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজযাত্রীদের ৫০ শতাংশ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। বাকি ৫০ শতাংশ সৌদি এয়ারলাইনস বহন করবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের হজের শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৩,/দুপুর ১২:৫৩
সম্পর্কিত সকল খবর পড়ুন..