উত্তর : ইশরাকের নামাজ সর্বনিম্ন দুই রাকাত। তবে চার রাকাত পড়া উত্তম। সূর্যোদয়ের কমপক্ষে ১০ মিনিট পর থেকে নিয়ে দ্বিপ্রহরের আগ পর্যন্ত যেকোনো সময় ইশরাকের নিয়তে নফল নামাজ পড়া যায়। (ইবনে মাজাহ, হাদিস : ১১৬১, তিরমিজি, হাদিস : ৫৮৬, আদ্দুররুল মুখতার : ২/২২, আহসানুল ফাতাওয়া : ৩/৪২৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/৫০০)