স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির প্রত্যাবর্তন ক্লাবে কী প্রভাব ফেলবে তা খুঁজে বের করতে এফসি বার্সেলোনা একটি অর্থনৈতিক প্রতিবেদন করেছে। এবং এই অভ্যন্তরীণ অধ্যয়নের ফলাফল, এমনকি ক্লাবের দায়িত্বে থাকা ব্যক্তিদেরও অবাক করেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে, মেসি ফিরলে বছরে ২৩ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৬৬৩ কোটি টাকা) বেশি আয় করবে ক্লাবটি। এর মধ্যে ১৫ কোটি ইউরো বা ১ হাজার ৭৩৭ কোটি টাকা স্পনসরশিপ ও জার্সি বিক্রি থেকে এবং ৮ কোটি ইউরো বা ৯২৬ কোটি টাকা আসবে টিকিট বিক্রি থেকে।
মেসি যেখানেই যান, সেখানেই প্রচারের আলো এসে পড়ে। বিজ্ঞাপনের প্রধান মুখও হয়ে ওঠেন তিনি। বিশ্বের সব ফুটবল ক্লাবের মধ্যে গত মৌসুমে সবচেয়ে বেশি অর্থ আয় করেছে পিএসজি। সেটা মেসির কারণেই। বার্সার প্রতিবেদন অনুযায়ী মেসি পিএসজিতে যাওয়ার পর পৃষ্ঠপোষক থেকে প্রবৃদ্ধি হয়েছে ১৩ শতাংশ আর জার্সি বিক্রি থেকে ৬০ শতাংশ। মেসি চলে যাওয়ার পর প্রথম মৌসুমে টিকেট বিক্রি ব্যাপক হ্রাস পেয়েছিল বার্সেলোনার খেলায়।
রবার্ট লেভানডফস্কি আসার ন্যু ক্যাম্পে দর্শক সংখ্যা ম্যাচপ্রতি বেড়ে হয়েছে ৮৩০৩৯। আগামী মৌসুমে ন্যু ক্যাম্পের সংস্কারের জন্য বার্সা হোম ম্যাচ খেলবে স্তাদিও দি মনজুইকে। এর ধারণক্ষমতা ৫৫ হাজার। মেসি ফিরলে বাড়তি প্রভাব পড়বে দর্শকের মধ্যে। ফ্রি এজেন্ট হতে যাওয়া মেসির জন্য ২.৫ কোটি ইউরো খরচ করেও তাকে নিয়ে বিনিয়োগ বৃদ্ধির আশা করছে বার্সেলোনা। ১০ কোটি ইউরো নিট লাভের আশাও তাদের।
কিউএনবি/আয়শা/২২ মে ২০২৩,/রাত ৯:৩০