বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে মতবিনিময় করেছেন লায়ন ফিরোজুর রহমান। রোববার বেলা সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের মতবিনিময়ের আয়োজন করেন তিনি। ফিরোজুর রহমান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের পাঁচবারের চেয়ারম্যান ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সাবেক সদস্য ছিলেন।
গত উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য। রোববার দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন ফিরোজুর রহমান। তিনি বলেন, সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের ৫ বারে ২৬ বছর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেছি। পরে সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এই জনপদের কাছে আমার ঋণ রয়েছে। জীবনের শেষ সময়ে মনের একটি ইচ্ছা জানাতে এখানে উপস্থিত হয়েছি।
তিনি বলেন, কৈশার জীবনে ১৯৫৪ সালে যুক্তয্রুন্টের আন্দোলন সংগ্রামে চোঙ্গা হাতে নিয়ে মিছিল করেছি। জাতিরজনক বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখার ও সান্নিধ্য পাওয়ার সুযােগ আমার হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন রাজনীতির সঙ্গে আামি সম্পৃক্ত। তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। একটি সুষ্ঠু, অবাদ নির্বাচনের লক্ষ্যে সার্বিক প্রস্ততি নেয়া হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রীসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দের দোয়া কামনায় আমার জীবনের শেষ নির্বাচন হিসেবে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। আমার জীবনের এই ইচ্ছাটুকু আপনাদের মাধ্যমে সকলের কাছে আজ প্রকাশ করছি। তিনি বলেন, আমি ব্রাহ্মণবাডিয়াবাসীর দোয়া ও সহযােগিতা চাই। আগামী সংসদ নির্বাচনে আমি যেন সুযােগ পাই সে জন্য মহান সৃষ্টিকর্তার রহমত কামনা করি এবং মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের দোয়া সহযোগিতা কামনা করছি।
কিউএনবি/আয়শা/২২ মে ২০২৩,/রাত ৮:০৫